leadT1ad

ফেনীর ফুলগাজীতে গ্রেপ্তারের চেষ্টা, ‘আতঙ্কে’ প্রবাসীর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ফেনী

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০: ১০
সৌদি প্রবাসী নুর হোসেন বাবু

ফেনীর ফুলগাজীতে পারিবারিক বিরোধের ঘটনায় হওয়া মামলার আসামি নুর হোসেন বাবু (৫৪) নামে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি পুলিশের উপস্থিতিতে ‘আতঙ্কিত হয়ে’ মারা গেছেন বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। রবিবার (২৩ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মৃত মীর হোসেনের ছেলে। পরিবারে তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্থানীয় শহীদ নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় নুর হোসেন বাবুকে ২ নম্বর আসামি করা হয়। রোববার রাত দেড়টার দিকে ফুলগাজী থানার পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তারে বাড়িতে যান। এ সময় তিনি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নূর হোসেনের বড় ছেলে নূর করিম রিমন অভিযোগ করে বলেন, প্রতিবেশীর করা একটি ‘মিথ্যা মামলায়’ তাঁর বাবাকে আসামি করা হয়। গভীর রাতে পুলিশ বাড়িতে এসে ডাকাডাকি করলে বাবা ঘুম থেকে উঠে দরজায় গিয়ে পুলিশ দেখতে পান এবং ভয় পেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ঘটনার তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা হাসপাতাল ও পরিবারের বাড়িতে গিয়ে খোঁজ নেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, রাতে তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত