leadT1ad

হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২১: ৩১
পুলিশ সদর দপ্তর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। এই ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াটসঅ্যাপ আইডিতে কোনো বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানেই মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কোনো কারণ নেই। প্রতারকদের এ ধরনের বার্তায় সাড়া না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্ট্রিমকে জানান, ‘সম্প্রতি বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করে প্রতারক চক্রের সদস্যরা অর্থ দাবি করেছে। এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ পুলিশের কাছে এসেছে। এসব অভিযোগ তদন্তের পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত