leadT1ad

রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আট সেনাসহ আহত ৯

রাতের টহল শেষে সেনাবাহিনীর দুটি পিকআপ ক্যাম্পে ঢুকছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক।

স্ট্রিম সংবাদদাতারাজশাহী
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৩: ৪০
রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আট সেনাসহ আহত ৯। সংগৃহীত ছবি

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে দুটি গাড়িই খাদে পড়ে যায়। এ ঘটনায় ৮ সেনাসদস্য ছাড়াও ট্রাকচালকের একজন সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহনপুর থানা জানায়, বাকশিমইল গ্রামেই সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে। রাতের টহল শেষে সেনাবাহিনীর দুটি পিকআপ ক্যাম্পে ঢুকছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক এবং সেনাবাহিনীর পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

থানার ওসি জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা ৮ সেনাসদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন সেনাসদস্যের শারীরিক অবস্থা গুরুতর। আহত সবাইকে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি দুপুর পর্যন্ত উদ্ধার করা হয়নি জানিয়েছেন মোহনপুর থানার ডিউটি অফিসার মিলি খাতুন। তিনি বলেন ‘ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা থানায় এসেছেন। ওসির সঙ্গে কথা বলছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তাঁরা।’

Ad 300x250

সোশ্যাল মিডিয়ার কয়েকজন ‘বাটপার’ ইনফ্লুয়েন্সার

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার: মাইটিভি দখলের অভিযোগ নুরের, রাশেদ বললেন ভুয়া মামলা

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা

‘বায়োপলিটিকস’ কী, যার কারণে গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে

ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন চাইল বাংলাদেশ ব্যাংক, লাগবে ৩০০ কোটি টাকা

সম্পর্কিত