leadT1ad

যাত্রাবাড়ীতে যানচলাচল স্বাভাবিক, পুলিশ-র‌্যাবের তল্লাশি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১: ১৯
রাজধানীর প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান৷ স্ট্রিম ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার শেখ হাসিনার রায় ঘিরে উত্তেজনার মধ্যে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷ এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর অন্যতম প্রবেশপথে যাত্রাবাড়ীতে স্বাভাবিক যানচলাচল দেখা গেছে।

আজ সোমবার বেলা ৯টার পর থেকে যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকা ঘুরে দেখা যায়, সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি৷ অন্যান্য দিনের তুলনায় যাত্রী কিছুটা কম হলেও ভিড় রয়েছে। আর স্বাভাবিক নিয়মেই যাত্রাবাড়ী এলাকায় যানবাহন চলাচল করছে৷ কর্মজীবীরা অফিসে যাচ্ছেন। সার্বিক শৃঙ্খলা বজায়ে রাখতে মাঠে কাজ করছে র‌্যাব ও পুলিশ৷

রাজধানীর অন্যতম প্রবেশপথে যাত্রাবাড়িতে স্বাভাবিক যানচলাচল দেখা গেছে। স্ট্রিম ছবি
রাজধানীর অন্যতম প্রবেশপথে যাত্রাবাড়িতে স্বাভাবিক যানচলাচল দেখা গেছে। স্ট্রিম ছবি

যাত্রাবাড়ী থেকে মাতুয়াইলগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন আজিজুর রহমান৷ তিনি স্ট্রিমকে বলেন, ‘গাড়ি পাবো না ভেবেছিলাম, কিন্তু বাস দেখতে পাচ্ছি৷ তবে অন্যান্য দিনের তুলনায় জ্যাম একটু কম দেখছি৷ যাত্রীও একটু কম বলবো আমি৷’

কোনো ধরনের আতঙ্ক অনুভব করছেন কি না জানতে চাইলে এই ব্যাংকার বলেন, ‘একেবারে স্বাধীন বোধ করছি, তা না৷ তবে অত ভয়েরও কিছু মনে হচ্ছে না৷ রাস্তায় প্রচুর পুলিশ ও র‌্যাব দেখতে পাচ্ছি৷ আশা করি যাত্রা নিরাপদ হবে৷’

নিরাপত্তা নিশ্চিতে যাত্রাবাড়ী মোড়ে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ সদস্যরা। সেখানে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট নাম না করার শর্তে স্ট্রিমকে বলেন, ‘যান চলাচল স্বাভাবিক আছে৷ আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালু রেখেছি৷ সেই সঙ্গে সন্দেহ হলে বিভিন্ন গাড়িতে তল্লাশি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনটি ঘিরে ভোর ৬টা থেকে আমরা এখানে আছি৷ এ কার্যক্রম চলমান থাকবে৷’

Ad 300x250

সম্পর্কিত