leadT1ad

মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির আলী আর নেই, মির্জা ফখরুলের শোক

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৩: ০৩
অধ্যাপক আমির আলী। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির আলী গত শুক্রবার (২৫ জুলাই) জার্মানির একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। অধ্যাপক আমির আলী জার্মানী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল অধ্যাপক আমির আলী জার্মানি বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম অধ্যাপক আমির আলীকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Ad 300x250

ইসির গণমাধ্যমকর্মী নীতিমালা প্রত্যাখ্যান আরএফইডির, সংশোধনের আহ্বান

শাফিন আহমেদ যেভাবে মাইলসে যোগ দিয়েছিলেন

সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ ইসলাম

‘যুদ্ধবিরতিতে সম্মত’—ট্রাম্প দাবি করলেও সংঘাত চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড-কম্বোডিয়া

জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

সম্পর্কিত