leadT1ad

ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন ২১ জেলা

স্ট্রিম সংবাদদাতাফরিদপুর
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৫
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৬
মহাসড়কের ওপর গাছ, বাস, ইট ফেলে অবরোধ করেন স্থানীয়রা। ছবি: স্ট্রিম

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া ও সুয়াদিসহ বেশ কয়েকটি স্থানে আবারও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে সড়কপথে ঢাকার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারীরা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে পুকুরিয়া ও সুয়াদিসহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাস, ইট ফেলে অবরোধ করে কয়েক হাজার স্থানীয়। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে, টায়ার জ্বেলে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে। তাদের দাবি, এই দুই ইউনিয়নকে কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনরায় প্রবর্তন করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

অবরোধের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত কয়েকটি পয়েন্ট, পুখুরিয়া বাসস্ট্যান্ড ও হামিরদী বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে সব কয়টি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। গেজেট প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ এবং মহাসড়ক অবরোধ শুরু করেন স্থানীয়রা। এরপর থেকে দফায় দফায় এই সড়ক অবরোধ কর্মসূচি চলছে।

Ad 300x250

সম্পর্কিত