leadT1ad

ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রতীকী ছবি

ঢাকার ধামরাই পৌরসভায় নিখোঁজের তিন দিন পর একটি মৎস্য খামারের পুকুর থেকে হৃদয় হাসান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ধামরাই থানা-পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি হৃদয়। ওই দিন রাতেই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় । এসব তথ্য নিশ্চিত করেছেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক হোসেন।

হৃদয় হাসান (২৪) নীলফামারীর সৈয়দপুর উপজেলার সদরের নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তবে দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকাতেই ভাড়া থাকতেন। তিনি নির্মাণাধীন ভবনে রড বাঁধাইয়ের কাজ করতেন।

শুক্রবার হৃদয়ের ভাই মনু মিয়া জানান, ‘আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ। সকালে খবর পেয়ে ছুটে গিয়ে দেখি লাশ পুকুরে ভাসছিল।’

চন্দ্রাইল এলাকার বাসিন্দারা জানান, হৃদয় মা-বাবার সঙ্গে দশ বছর ধরে ছোট চন্দ্রাইল এলাকায় বসবাস করতেন। তিনি একজন দিনমজুর ছিলেন। শুক্রবার সকালে পুকুরে লাশ ভেসে থাকার খবরে মানুষ জড়ো হয়। খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়ে এএসআই মো. ফারুক হোসেন বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের স্বজনেরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত