leadT1ad

সেন্ট মার্টিনের মাস্টার প্ল্যান ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নির্দেশিকার খসড়া প্রকাশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৯: ৫৯
সেন্ট মার্টিন। ছবি: উইকিমিডিয়া কমনস

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচাতে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ‘সেন্ট মার্টিন মাস্টার প্ল্যান’ ও ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক নির্দেশিকার খসড়া সর্বসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে মতামত জানানোর আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ সোমবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বর্তমানে পরিবেশগতভাবে চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দ্বীপটির পরিবেশ সুরক্ষা, টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা ও অনিয়ন্ত্রিত পর্যটন ঠেকানোর লক্ষ্যে একটি সমন্বিত মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনার খসড়া প্রস্তুত করা হয়েছে। এই খসড়াটি মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটের (www.moefcc.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্ল্যানের ওপর আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের লিখিত মতামত পাঠাতে হবে। মতামত পাঠানোর ই-মেইল ঠিকানা: [email protected]

একইসঙ্গে প্লাস্টিক দূষণ রোধে ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর) বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’-এর একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে। এই নির্দেশিকার ওপরও আগামী ২০ ডিসেম্বরের মধ্যে মতামত আহ্বান করা হয়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতামত পাঠানোর ই-মেইল ঠিকানা: [email protected]

মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় সম্পদ সেন্টমার্টিন দ্বীপ রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলায় একটি কার্যকর, বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত