leadT1ad

এবার ঠাকুরগাঁওয়ে আক্রান্ত বাউলশিল্পীরা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সমাবেশের আগেই হামলার শিকার হয়েছেন বাউলশিল্পীরা। সংগৃহীত ছবি

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে ডাকা হয়েছিল প্রতিবাদ সমাবেশ। তবে সেই সমাবেশের আগেই হামলার শিকার হয়েছেন বাউলশিল্পীরা। মারধরে আহত হয়েছেন দুজন।

আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। হামলার কারণে পরে আর সমাবেশ করতে পারেননি বাউলরা।

সদর থানার ওসি সারোয়ার আলম খান প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে এ আয়োজন ঘিরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে সমাবেশের আগে কোর্ট চত্বর এলাকায় দুই বাউল শিল্পীকে মারধর করে উৎসুক জনতা।

এ বিষয়ে ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, ঠাকুরগাঁওয়ের বাউল শিল্পীরা কোর্ট চত্বরে একত্রিত হচ্ছিল তাদের কর্মসূচি পালনের জন্য। সেসময় একদল উচ্ছৃঙ্খল মানুষ কোর্ট চত্বরে মিছিল নিয়ে এসে বাউল শিল্পীদের ওপর হামলা চালায় ও মারধর করে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের মত প্রকাশ করার অধিকার রয়েছে। কিন্তু আজ ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে এটি দুঃখজনক।

ওসি সারোয়ার আলম খান জানান, অভিযোগ থাকলে বাউল শিল্পীদের লিখিতভাবে থানায় জমা দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ২০ নভেম্বর মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। এ নিয়ে ২৩ নভেম্বর তাঁর মুক্তি ও শাস্তির ভিন্ন দাবিতে মানিকগঞ্জে কর্মসূচি ডাকে দুটি পক্ষ। পরে ‘তৌহিদী জনতা ও আলেম-ওলামারা’ ব্যানারে বিক্ষোভ মিছিল থেকে বাউল ভক্তদের ওপর হামলা হয়। এতে চারজন আহত হন। হামলা থেকে বাঁচতে এ সময় বাউলভক্তদের পুকুরে নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে এখনও চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যে আজ ফের বাউলদের ওপর হামলা হলো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত