leadT1ad

আ. লীগের কটূক্তি নারীদের দমাতে পারবে না: তাসনিম জারা

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১৮
আওয়ামী লীগ নেতাকর্মীদের হেনস্তার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। ভিডিও থেকে নেওয়া ছবি

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে এই প্রসঙ্গে তাসনিম জারা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কাজ নতুন কিছু না। এসব নারীদের দমাতে পারবে না।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানা নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।

তাসনিম জারা বলেন, ‘এটা আসলে নতুন না, আমরা গত বছর থেকেই দেখেছি, যে নারীরা অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন রাজনীতি প্রবেশ করেছেন। তাদেরকে উদ্দেশ্য করে অনেক ধরনের কটূক্তি, হেয় প্রতিপন্ন করা, চরিত্রহনন করার চেষ্টা, অপচেষ্টা আওয়ামী লীগ থেকে ছিল; সেটাই আজকে আরেকবার বহি:প্রকাশ হলো। কিন্তু এটা নারীদের দমাবে না। আমরা আছি, আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন, আরও অনেকে যুক্ত হবেন।’

এনসিপির এ যুগ্ম আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই যে চরিত্র যেখানে তারা তাদের নিজের চেহারা আরও স্পষ্ট করছে দেশে এবং বিদেশের মাটিতে; এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসবে।’

তাসনিম জারা বলেন, ‘আমরা এখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জয়েন করতে এসেছি। সাথে আমাদের প্রবাসীদের সঙ্গে একটা বিশেষ ইভেন্ট আছে, বিকেলে। উই আর লুকিং ফরোওয়ার্ড মিটিং অল অব বাংলাদেশিজ। বাংলাদেশপন্থি অনেকেই আছেন। আগামী কয়েকদিন তাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।’

এর আগে, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। বাংলাদেশ সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

Ad 300x250

সম্পর্কিত