leadT1ad

অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইয়ের জামিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আদালতে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন। সংগৃহীত ছবি

ব্যবসায় অংশীদার করার নামে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, শুনানি শেষে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।

আদালত আগামী ১৮ ডিসেম্বর এই মামলায় মেহজাবীনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদীর সঙ্গে মেহজাবীনের কোনো পরিচয় নেই। সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে এবং অভিযোগের সপক্ষে কোনো প্রমাণও দেখানো যায়নি।’

এর আগে, ব্যবসায়ী আমিরুল ইসলামের দায়ের করা এক মামলায় গত ১০ নভেম্বর একই আদালত মেহজাবীন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

মামলার বিবরণে বলা হয়, আমিরুল ইসলামের সঙ্গে পরিচয়ের সূত্রে মেহজাবীন ও তাঁর ভাই পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। কিন্তু ব্যবসায়িক কার্যক্রম শুরু না করে টাকা ফেরত দেওয়ার বিষয়ে টালবাহানা করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে গত ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে বাদীকে যেতে বলা হয়। সেখানে মেহজাবীন, তার ভাই এবং অজ্ঞাত আরও ৪-৫ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুনরায় তাদের বাসায় গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

এই ঘটনায় আমিরুল ইসলাম গত ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়ে এর আগে মেহজাবীন চৌধুরী তার ফেসবুক পেজে একটি পোস্টে অভিযোগটিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ—দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত