leadT1ad

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০০: ১৯
প্রতীকী ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) এ ফল প্রকাশ করা হয়। এতে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে এমবিবিএসে ৫ হাজার ১০০ জন এবং বিডিএসে ৫৪৫ জন রয়েছেন। সরকারি ৩৭টি মেডিকেল কলেজ ও ৯টি ডেন্টাল ইউনিটে মোট আসনের মধ্যে নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন (৬৩ দশমিক ৮০ শতাংশ) এবং পুরুষ ২ হাজার ৪২ জন (৩৬ দশমিক ২০ শতাংশ)। এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫।

এ বছর পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন। এর মধ্যে পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ৭ হাজার ৩৬১টি আসনের জন্য আগ্রহী প্রার্থীদের পরবর্তীতে অনলাইনে আবেদন করতে হবে। গত ১২ ডিসেম্বর দেশের ১৭টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত