leadT1ad

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ সেই বাসচালক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মানিকগঞ্জের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে গত বৃহস্পতিবার রাতে আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে তখন বাসে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খানের শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মানিকগঞ্জ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৪: ৪৩
মানিকগঞ্জে ‍বৃহস্পতিবার আগুনে পুড়ে যাওয়া বাস। সংগৃহীত ছবি

মানিকগঞ্জের শিবালয়ে দাঁড় করিয়ে রাখা (পার্কিং) একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে সুমন খান ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে বাসিন্দা। তিনি দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বহনকারী বাসের চালক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়া হয়। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ সময় বাসে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খানের শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

শিবালয় থানার ওসি আমান উল্লাহ স্ট্রিমকে বলেন, ‘বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবার বাসচালক যেহেতু মারা গেছেন, এখন সেই মামলায় হত্যাকাণ্ডের ধারা যুক্ত করে আদালতে উপস্থাপন করা হবে।’

গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। এই তারিখ ঘোষণা কেন্দ্র করে আগের দিন বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানে নানা প্রতিষ্ঠানে হামলাসহ যানবাহনের আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এই আগুন দেয় বলে পুলিশের ধারণা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত