leadT1ad

হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আশুলিয়া থেকে অভিযুক্ত গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২: ৩৬
গ্রেপ্তার রনদীর গোপ

হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামি রনদীর গোপকে রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বউবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ ও ৯ এর একটি যৌথ টিম।

আজ মঙ্গলবার সকালে র‍্যাব বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার সদর থানাধীন ঘোষপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী একজন বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৩ নভেম্বর বিকাল ৩টার দিকে দুপুরের খাওয়া শেষে ভিকটিমের মা ভিকটিমকে বাড়িতে রেখে কাজে চলে যান। ওই সন্ধ্যার দিকে ভিকটিমের মা বাড়িতে ফিরে এলে ভুক্তভোগী ইশারায় তার মাকে জানান যে রণদীর গোপ তার বহুতল ভবনের তৃতীয় তলার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেছে। এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বুদ্ধি প্রতিবন্ধী নারীর মা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে নিয়ে গেলে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি সেই ব্যক্তিকে দেখিয়ে দেয়।

এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ও ঢাকার একটি যৌথ টিম ১৭ নভেম্বর সন্ধ্যার সাড়ে ৬টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রণদীরকে গ্রেপ্তার করা হয়।

রণদীর গোপ হবিগঞ্জের ঘোষপাড়া গ্রামের মৃত মনিন্দ্র গোপের পুত্র। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত