leadT1ad

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর: সই হতে পারে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৮: ১৮
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৮: ৪৪
ছবি: মর্ডান ডিপ্লোম্যাসি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার দুপুরে বিশেষ একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এটি পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় কোনো সদস্যের ঢাকা সফর। এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদেরর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দার একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন।

এই সফরের মধ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রত্যাহারসংক্রান্ত চুক্তি: বাংলাদেশ সরকার ও পাকিস্তান সরকারের মধ্যে এই চুক্তির মাধ্যমে উভয় দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক: সংবাদ ও তথ্য বিনিময়, যৌথ সাংবাদিক প্রশিক্ষণ এবং দুই দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এই স্মারক সই হতে পারে।

বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে বাণিজ্যসংক্রান্ত যৌথ কার্যকরী দল (জয়েন্ট ওয়ার্ক গ্রুপ) গঠনের বিষয়ে সমঝোতা স্মারক: দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, শুল্ক হ্রাস ও বিনিয়োগ সুবিধা বৃদ্ধির বিষয়ে কার্যকর সহযোগিতা নিশ্চিত করবে এই যৌথ কার্যকরী দল।

সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (সিইপি) ২০২৫–২০২৮: চার বছরের এই কর্মসূচির আওতায় সাংস্কৃতিক দল বিনিময়, শিল্পকলা প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও পাকিস্তান ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা স্মারক: কূটনৈতিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক দক্ষতা উন্নয়নে সহযোগিতা করবে উভয় দেশের কূটনৈতিক একাডেমি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ (আইএসএসআই)-এর মধ্যে সহযোগিতামূলক সমঝোতা স্মারক: আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত বিষয়ে গবেষণা, নীতি প্রস্তাবনা এবং যৌথ সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য দুই গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে।

দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ বাড়াবে।

Ad 300x250

বাহাত্তরের সংবিধান কিন্তু আমাদের বহুলাংশে শৃঙ্খলিত করেছে: বদিউল আলম মজুমদার

উপদেষ্টারা অসহায়, নিয়ন্ত্রণ আমলারাই করছে

কিছু পাওয়ার আশায় পিআর নিয়ে চিৎকার হচ্ছে: সালাহউদ্দিন

কিশোরগঞ্জে ইউএনওর বাসায় হামলা: উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেই উন্নয়ন এগিয়ে চলেছে: পরিবেশ উপদেষ্টা

সম্পর্কিত