leadT1ad

কোনো উপদেষ্টা এমপি প্রার্থী হতে পারবেন না: ইসিকে গণঅধিকার পরিষদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২০: ২৭
আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে গণঅধিকার পরিষদ। সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা যেনো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে না পারেন— নির্বাচন সংক্রান্ত আইনে এমন বিধান যুক্ত করতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানান দলটির সভাপতি নুরুল হক নুর। এসময় দলটির পক্ষ থেকে নয় দফা লিখিত দাবি উত্থাপন করা হয়।

বৈঠকে গণঅধিকার পরিষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল রায়হান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ।

বৈঠক শেষে ফারুক হাসান বলেন, উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে তা নির্বাচনের নিরপেক্ষতা ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’কে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করছে গণঅধিকার পরিষদ। তাই, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা অবস্থায় কোনো উপদেষ্টার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে দলটির মত।

এসময় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পূর্ববর্তী তিনটি (২০১৪, ২০১৮, ২০২৪) নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এ নির্বাচন থেকে বিরত রাখার দাবি জানানো হয়। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও কেন্দ্রের বাইরে জায়ান্ট স্ক্রিনে সরাসরি ভোট কার্যক্রম প্রদর্শন করার দাবিও করেছে দলটি।

দলের পক্ষ থেকে দেওয়া নয় দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে—প্রবাসীদের ভোটের সুযোগ, নির্বাচনী নিরপেক্ষতা নিশ্চিতকরণ, ভোটকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিতকরণ, ব্যালট নিরাপত্তা নিশ্চিত করা, তফসিল ঘোষণার পর প্রশাসন পুনর্গঠন এবং কোনো প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীর প্রচারণায় বাধা দিলে প্রমাণের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া।

ফারুক হাসানের মতে, গণঅধিকার পরিষদ আশা প্রকাশ করেছে, এসব প্রস্তাবনা বাস্তবায়ন করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে।

Ad 300x250

সম্পর্কিত