leadT1ad

সিলেটে মধ্যরাতে সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২: ১৭
আগুনে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রাত ৩টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও দুর্বৃত্তরা আগুন দেয় বলে স্থানীয়রা জানান।

শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. মিজানুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।’

রোববার সকালে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, ‘শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণের পর গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে আসে।’

তিনি আরও বলেন, ‘শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৫০ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৩০ মিনিটের সময় স্টেশনে ফিরে আসে।’

দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে। ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, ‘শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে; চাকাগুলো বেঁচে গেছে। আর কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল। আমরা বাসের গেইটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’

Ad 300x250

সম্পর্কিত