leadT1ad

মিরপুরে আগুন: নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
মিরপুরে পোশাক কারখানায় আগুন। ছবি: আশরাফুল আলম

রাজধানীর মিরপুর রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরপর রাত সোয়া ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মরদেহ হস্তান্তর করেন, রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। তার সঙ্গে ছিলেন একই থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর।

রাত ১২টার দিকে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান স্ট্রিমকে বলেন, রাত ১২টা পর্যন্ত ১৫ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখনও একটি মরদেহ বাকি আছে, তার স্বজনরা পথে আছেন। তারা পৌঁছানোর পর আমরা বুঝিয়ে দেব।

পরে রাতেই বাকি একজনের মরদেহও তার প্রকৃত দাবিদার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

তিনি আরও জানান, রাতে সিআইডি’র ফরেনসিক বিভাগ থেকে ১৬ জনের মরদেহের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করে। পরে স্বজনদের খবর দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ পর্যন্ত ১৬ জন মরদেহের স্বজনরা ঢাকা মেডিকেলে এসেছে। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত