স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর মিরপুর রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরপর রাত সোয়া ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মরদেহ হস্তান্তর করেন, রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। তার সঙ্গে ছিলেন একই থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর।
রাত ১২টার দিকে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান স্ট্রিমকে বলেন, রাত ১২টা পর্যন্ত ১৫ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখনও একটি মরদেহ বাকি আছে, তার স্বজনরা পথে আছেন। তারা পৌঁছানোর পর আমরা বুঝিয়ে দেব।
পরে রাতেই বাকি একজনের মরদেহও তার প্রকৃত দাবিদার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
তিনি আরও জানান, রাতে সিআইডি’র ফরেনসিক বিভাগ থেকে ১৬ জনের মরদেহের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করে। পরে স্বজনদের খবর দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ পর্যন্ত ১৬ জন মরদেহের স্বজনরা ঢাকা মেডিকেলে এসেছে। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর মিরপুর রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরপর রাত সোয়া ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মরদেহ হস্তান্তর করেন, রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। তার সঙ্গে ছিলেন একই থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর।
রাত ১২টার দিকে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান স্ট্রিমকে বলেন, রাত ১২টা পর্যন্ত ১৫ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখনও একটি মরদেহ বাকি আছে, তার স্বজনরা পথে আছেন। তারা পৌঁছানোর পর আমরা বুঝিয়ে দেব।
পরে রাতেই বাকি একজনের মরদেহও তার প্রকৃত দাবিদার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
তিনি আরও জানান, রাতে সিআইডি’র ফরেনসিক বিভাগ থেকে ১৬ জনের মরদেহের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করে। পরে স্বজনদের খবর দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ পর্যন্ত ১৬ জন মরদেহের স্বজনরা ঢাকা মেডিকেলে এসেছে। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডাকসু ও জাকসু নির্বাচনের এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশার মধ্যে দায়িত্ব নেওয়া নবনির্বাচিত কমিটিগুলোর এই সময়ের কর্মকাণ্ডে প্রশংসিত উদ্যোগের পাশাপাশি সমালোচিত ও বিতর্কিত কিছু ঘটনাও ঘটেছে।
২ ঘণ্টা আগেবেসরকারি বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। সাভারের বিরুলিয়ায় ৪০ বিঘা জমিতে রয়েছে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস। ৫ হাজার ৭৫৯ শিক্ষার্থী ও ২০৮ শিক্ষকের এই বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালে কোনো গবেষণাই হয়নি।
১২ ঘণ্টা আগেরফিকুল ইসলাম বলেন, ‘তিনি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওই বাসাটিই ছিল তাঁর টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।’
১৪ ঘণ্টা আগেডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২–২০৩৫-এর রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি বেশ কয়েকটি নির্দেশনার সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। নতুন এই সংশোধনীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন বেশিরভাগ এলাকায় ভবনের উচ্চতার সীমানা (ফ্লোর এরিয়া রেশিও বা ফার) ও জনঘনত্ব বাড়ছে।
১৫ ঘণ্টা আগে