leadT1ad

প্রাথমিক বিদ্যালয়ে সংগীতশিক্ষক নিয়োগ বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত: আইন সালিশ কেন্দ্র

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০০: ০১
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীতশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও সাংস্কৃতিক অধিকারের পরিপন্থী বলে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আজ ১৭ সেপ্টেম্বর সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষর করা বিবৃতিতে আসক জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীতশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি আসকের নজরে এসেছে। এই দাবি ও অবস্থান শুধু বিভ্রান্তিকরই নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে বিভেদ ও বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টা বলে মনে করেন তারা।

বিবৃতিতে আসক আরও বলেছে, তারা মনে করেন শিশুর সার্বিক মানসিক বিকাশের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষা ও চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। কিছু গোষ্ঠী সংগীতশিক্ষক নিয়োগ বাতিলের দাবিকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিল্প-সংস্কৃতিকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ ধরনের প্রচেষ্টা অযৌক্তিক, যা সমাজকে একপেশে করে তোলার ঝুঁকি তৈরি করেছে, যার নেতিবাচক প্রভাব জাতীয় ঐক্য ও সংস্কৃতির ভিত্তিকে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে মনে করে সংস্থাটি।

উল্লেখ্য আজ প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকের দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামি শিক্ষা রক্ষা জাতীয় কমিটি। জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

Ad 300x250

সম্পর্কিত