আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভুল ও অসত্য তথ্য মোকাবিলায় বাংলাদেশি ফ্যাক্ট চেকারদের জন্য ফ্রান্সের কাছে উন্নত প্রশিক্ষণের সহায়তা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একইসঙ্গে তিনি স্যাটেলাইট ইমেজ ব্যবহার ও প্রযুক্তি নির্ভর সেবার সক্ষমতা বৃদ্ধিতেও দেশটির সহযোগিতা কামনা করেছেন।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে’র সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নির্বাচনকে সামনে রেখে অপতথ্য বা ভুল তথ্য মোকাবিলায় একটি জাতীয় কাঠামো তৈরি করা হচ্ছে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এই কার্যক্রমকে আরও কার্যকর ও নির্ভুল করতে বাংলাদেশি ফ্যাক্ট চেকারদের ‘অ্যাডভান্সড লেভেল’ বা উন্নত মানের প্রশিক্ষণের প্রয়োজন, যার জন্য ফ্রান্সের কারিগরি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের চলমান প্রযুক্তিগত সংস্কারের চিত্র তুলে ধরে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ সরকার বর্তমানে সাইবার নিরাপত্তা আইন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ডিজিটাল নাগরিক পরিচয় এবং ই-পেমেন্ট সিস্টেমসহ বিভিন্ন আইন ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক কাঠামো তৈরির কাজ করছে। পাশাপাশি এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ইকো-সিস্টেম ও ডাটা ইন্টারঅপারেবিলিটি নিয়েও কাজ চলমান রয়েছে।
জবাবে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেন, বাংলাদেশ ও ফ্রান্স উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের সক্রিয় ভূমিকার কারণে বাংলাদেশ তাদের জন্য বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে। তিনি জানান, ফ্রান্সের স্পেস এজেন্সি এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে বিনা খরচে ইমেজারি ও একাডেমিক সহযোগিতা দিতে আগ্রহী। এছাড়া ফরাসি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং স্কুলগুলো সরকারি ভর্তুকিতে পরিচালিত হওয়ায় সেখানে পড়াশোনার খরচ তুলনামূলক কম, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি ভালো সুযোগ হতে পারে।
বৈঠকে ফরাসি দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর জুলিয়ান ডিইউর উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের মধ্যে ডিজিটাল সহযোগিতা, সাইবার নিরাপত্তা, টেলিযোগাযোগ খাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উভয় পক্ষ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।