.png)

স্ট্রিম প্রতিবেদক

শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করে বিদেশে পালিয়ে থাকা তিন পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার।
তিন পোশাক কারখানার মালিকেরা হলেন—টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকার ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিস জারির এই অনুরোধ পাঠিয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিভিন্ন আদালতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়ের করা মামলার ভিত্তিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবির মুখে সরকার ঘোষণা দিয়েছিল—উদ্যোক্তারা বেতন না দিলে প্রয়োজনে তাদের (মালিকদের) গাড়ি ও অন্যান্য সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তখন বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ ইস্যুতে সরকারের সঙ্গে টিএনজেড গ্রুপের একটি বৈঠকও হয়েছিল।

শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করে বিদেশে পালিয়ে থাকা তিন পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার।
তিন পোশাক কারখানার মালিকেরা হলেন—টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকার ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিস জারির এই অনুরোধ পাঠিয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিভিন্ন আদালতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়ের করা মামলার ভিত্তিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবির মুখে সরকার ঘোষণা দিয়েছিল—উদ্যোক্তারা বেতন না দিলে প্রয়োজনে তাদের (মালিকদের) গাড়ি ও অন্যান্য সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তখন বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ ইস্যুতে সরকারের সঙ্গে টিএনজেড গ্রুপের একটি বৈঠকও হয়েছিল।
.png)

হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১৪ মিনিট আগে
দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর ভোটে শীর্ষ দুই পদের কোনটিতেই জিততে পারেনি বিএনপির ছাত্র সংগঠনটির প্রার্থীরা। নির্বাচনের পর যেখানে ঘুরে দাঁড়ানোর কথা, সেখানে আরও যেন নিষ্ক্রিয় হয়েছে সংগঠনটি।
১৭ মিনিট আগে
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনে (দুদক) কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মাফতুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল আকবরের পরিচয় দিয়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন ও হোয়াটসঅ্যাপে তদবির করছিলেন।
২ ঘণ্টা আগে