স্ট্রিম প্রতিবেদক
শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করে বিদেশে পালিয়ে থাকা তিন পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার।
তিন পোশাক কারখানার মালিকেরা হলেন—টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকার ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিস জারির এই অনুরোধ পাঠিয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিভিন্ন আদালতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়ের করা মামলার ভিত্তিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবির মুখে সরকার ঘোষণা দিয়েছিল—উদ্যোক্তারা বেতন না দিলে প্রয়োজনে তাদের (মালিকদের) গাড়ি ও অন্যান্য সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তখন বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ ইস্যুতে সরকারের সঙ্গে টিএনজেড গ্রুপের একটি বৈঠকও হয়েছিল।
শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করে বিদেশে পালিয়ে থাকা তিন পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার।
তিন পোশাক কারখানার মালিকেরা হলেন—টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকার ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিস জারির এই অনুরোধ পাঠিয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিভিন্ন আদালতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়ের করা মামলার ভিত্তিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবির মুখে সরকার ঘোষণা দিয়েছিল—উদ্যোক্তারা বেতন না দিলে প্রয়োজনে তাদের (মালিকদের) গাড়ি ও অন্যান্য সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তখন বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ ইস্যুতে সরকারের সঙ্গে টিএনজেড গ্রুপের একটি বৈঠকও হয়েছিল।
তবে এ উদ্যোগের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে সমালোচকরা মনে করেন।
৩৯ মিনিট আগেপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা তাঁর নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে, প্রয়োজনে তাঁর ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো সমাধান করবে সরকার।
১ ঘণ্টা আগেগোলাম রব্বানী বলেন, ‘পেজগুলোর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সবচেয়ে বেশি।’
১ ঘণ্টা আগেতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যরা তাঁদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
২ ঘণ্টা আগে