leadT1ad

ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকার কারাগারে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মানিকগঞ্জ

বাউলশিল্পী আবুল সরকার ইসলাম। ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুর জেলা থেকে তাঁকে আটক করা হয়। পরে মানিকগঞ্জের ঘিওর থানায় করা মামলায় আদালতের মাধ্যমে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৪ নভেম্বরের ওই ঘটনার সময় আবুল সরকার ধর্ম অবমাননা করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ মামলা করেন।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন জানান, মাদারীপুর থেকে আটকের পর আবুল সরকারকে বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা। তাঁর শাস্তি দাবিতে গতকাল মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধনও হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কহিনুর ইসলাম বলেন, ‘বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।’

Ad 300x250

সম্পর্কিত