leadT1ad

রাবি আইন অনুষদে ভর্তিতে বসতে হবে লিখিত পরীক্ষায়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২০: ০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত অংশে উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে।

এর আগে রাবির আইন বিভাগের ভর্তি পরীক্ষায় কখনো লিখিত পরীক্ষা হয়নি। এবারই প্রথমবারের মতো প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ।

অধ্যাপক ওয়াহিদ বলেন, “আইন অনুষদের আওতাধীন দুটি বিভাগ—‘আইন বিভাগ’ ও ‘আইন ও ভূমি প্রশাসন বিভাগে’ ভর্তি হতে হলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। ওই দিন অনুষ্ঠিত হবে C (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা। ১৭ জানুয়ারি হবে A (মানবিক) ইউনিটের এবং ২৪ জানুয়ারি B (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা। প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।

Ad 300x250

সম্পর্কিত