leadT1ad

ফরিদপুরে আগুনে পুড়ল বাজারের ২০টি দোকান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। তবে খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার সাবেক এক ইউপি সদস্য।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৫: ১৯
ফরিদপুরের কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে দোকান। ছবি: সংগৃহীত

ফরিদপুরের একটি বাজারে আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে গত শনিবার (১৮ অক্টোবর) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। তবে খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার সাবেক এক ইউপি সদস্য।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে মুদি, ওষুধ, চা, কাপড়, বীজ, জুতার দোকানসহ কমপক্ষে ২০টি পুড়ে যায়। স্থানীয় লোকজনের অংশগ্রহণে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ জানান, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুন লাগে। কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনা সম্পর্কে জানতে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টুর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। তবে ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে ২০-২৫টি ঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়।

জানতে চাইলে বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশু শেখর বিশ্বাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

আগুন লাগার ঘটনার তথ্য নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ২০টির মতো দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।’ ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো হবে বলে তিনি জানান।

Ad 300x250

সম্পর্কিত