leadT1ad

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরির পর লতিফ সিদ্দিকীকে আটক করে পুলিশ।

এই ব্যাপারে শাহবাগ থানার ওসি স্ট্রিমকে বলেন, ‘খুব সম্ভবত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবিতে নেওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান , আজ সকালে ডিআরইউতে শফিকুল কবির মিলনায়তনে মঞ্চ ৭১-এর ওই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল লোক অনুষ্ঠানস্থল ঘেরাও করে রাখেন। তারা লতিফ সিদ্দিকীকে অনুষ্ঠান স্থলে প্রবেশে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ এসে লতিফ সিদ্দিকীকে আটক করে নিয়ে যায়।

বিষয়:

ঢাকাআটক
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত