leadT1ad

বিজেএসএ সভাপতি মোহাম্মদ আলী, মহাসচিব নির্বাচিত মোস্তাফিজুর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন। মহাসচিব হয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এদিন বিকেল ৩টা থেকে পৌনে ৮টা পর্যন্ত অনলাইনে ই-মেইলের মাধ্যমে ভোট গ্রহণ চলে। এতে ১ হাজার ৮৯০ জন বিচারক ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ও পাবনার জ্যেষ্ঠ জেলা জজ মো. নূরে আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মোহাম্মদ আলী হোসাইন পেয়েছেন ১ হাজার ৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক পেয়েছেন ৮৬২ ভোট। মহাসচিব পদে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১ হাজার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশিদ ৩৫৯ ও হাবিবুল্লা মাহমুদ ২৫৮ ভোট পেয়েছেন।

নির্বাচনে ১০টি সহ-সভাপতি পদে ফেরদৌস আরা, মো. আব্দুল মালেক ও শাম্মী হাসিনা পারভীনসহ ১০ জন নির্বাচিত হয়েছেন। ৫টি যুগ্ম মহাসচিব পদে মো. তাজউল ইসলাম ও ইফতি হাসান ইমরানসহ ৫ জন বিজয়ী হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. কুদরাত-ই-খোদা, সাংগঠনিক সম্পাদক পদে এস এম শরিয়ত উল্লাহ এবং দপ্তর সম্পাদক পদে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন। কমিটিতে ১৬ জন নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত