leadT1ad

জাবির খাবারের দোকান থেকে গাঁজা জব্দ, পলাতক কর্মচারীরা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮: ৩৬
প্রক্টরিয়াল টিমের সদস্যদের আসার খবরে পালিয়েছে দোকানের কর্মচারী। স্ট্রিম ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি খাবারের দোকান থেকে গাঁজা জব্দ করেছে প্রক্টরিয়াল টিম। তাদের আসার খবর পেয়ে পালিয়ে যান গাঁজা সেবনকারীরা। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার বাঙালি হোটেলে এ ঘটনা ঘটে।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, বাঙালি হোটেলের রান্নাঘরে বসে ওই হোটেলের বাবুর্চি নবী, আ ফ ম কামালউদ্দিন হল ক্যান্টিনের বাবুর্চি ইসমাইল এবং অজ্ঞাত একজন বসে গাঁজা সেবন করছিলেন। এসময় তাদের হাতেনাতে আটক করেন উপস্থিত শিক্ষার্থীরা। এরপর প্রক্টরিয়াল টিম আসার খবর পেয়ে পালিয়ে যায় তারা।

প্রক্টরিয়াল টিমের সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ক্যাম্পাসে মাদকের ব্যাপকতা কমাতে জাকসু প্রশাসনকে সহযোগিতা করছে। আজকে বটতলার বাঙ্গালী হোটেলে মাদকসেবনকালে তিনজনকে হাতেনাতে ধরা হলে, তারা পালিয়ে যায়, প্রক্টরিয়াল বডি গাঁজা জব্দ করে। সে দোকান গাঁজা সেবন ও বিক্রির কেন্দ্রস্থল, প্রশাসন দোকানের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নিবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্ট্রিমকে বলেন, ‘ওই দোকান ভাসানী হলের অধীনে। আমরা ইতিমধ্যে সেই হলের প্রভোস্টকে অবগত করেছি। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।’

মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) বলেন, অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, ‘নিরাপত্তা অফিস থেকে লিখিত অভিযোগ পেলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত