leadT1ad

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বিকেলে স্ট্রিমকে বলেন, নিহত শিক্ষার্থীর নাম এখনও জানা যায়নি। আমি ঘটনাস্থলে আছি। শুনেছি ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়েছিল।

তিনি আরও বলেন, ঘটনাটি দুপুর তিনটার দিকের। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এখানে প্রক্টরিয়াল বডির সদস্যরাও আছেন। মরদেহের ময়নাতদন্ত করা হবে। বাকি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান স্ট্রিমকে বলেন, ফরাসউদ্দীন ভবনের পাশে একজনের লাশ পাওয়া গেছে। পরিচয় জানা যায়নি। প্রক্টরিয়াল বডি সেখানে আছে।

Ad 300x250

সম্পর্কিত