leadT1ad

চট্টগ্রামে দুই ঘণ্টা ধরে জ্বলছে কম্বলের গুদাম

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৫: ৫১
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ট্রিম ছবি

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

সোমবার দুপুর দেড়টার দিকে কোতয়ালী থানার কদমতলীর পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান বিল্ডিং নামে পরিচিত ভবনটির পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই তলাটি বিদেশ থেকে আমদানি করা কম্বলের গুদাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  স্ট্রিম ছবি
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ট্রিম ছবি

স্থানীয় যুবক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আমরা মসজিদে ছিলাম, এমন সময় আগুন লাগার খবর পাই। বের হয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন দুপুর সাড়ে ৩টার দিকে স্ট্রিমকে বলেন, গুদামে কম্বল রাখা ছিল। আগুন লাগার খবর পেয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সাতটি ইউনিট সেখানে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত