leadT1ad

ধর্ম-অবমাননার অভিযোগে হামলা-মামলা ও মবসন্ত্রাস বন্ধের আহ্বান ২৫৮ নাগরিকের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিবৃতির প্রতীকী ছবি

ধর্ম অবমাননার কথিত অভিযোগে হামলা, মামলা, গ্রেপ্তার এবং মব-সন্ত্রাস বন্ধের আহ্বান জানিয়েছেন দেশের ২৫৮ জন বিশিষ্ট নাগরিক। একইসঙ্গে তারা বাউল আবুল সরকারসহ এই অভিযোগে আটক সবার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

আজ রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। একটি বিশেষ গোষ্ঠী দেশব্যাপী কথিত শুদ্ধি-অভিযানের নামে মাজার ভাঙা, নারীদের হেনস্তা, সাংস্কৃতিক আয়োজন পণ্ড করা এবং ভিন্নমতের মানুষদের নির্মূল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব মব-সন্ত্রাস বন্ধে কার্যকর ভূমিকা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের ভুয়া মামলায় আটক করছে বলে অভিযোগ করা হয়।

নাগরিকরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রায় দেড় বছর পরে এসেও সরকার নিজ অবস্থান সুদৃঢ় রাখার কৌশল হিসেবে ধর্মীয় ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়ে চলেছে। এমন পরিস্থিতি বাংলাদেশকে একটি সম্ভাব্য ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপনের সুযোগ করে দিচ্ছে।’

বাউল আবুল সরকার মহারাজকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তিসহ একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারী ২৫৮ জন নাগরিক হলেন: অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক আব্দুস সেলিম, অধ্যাপক মাসুদ মাহমুদ, অধ্যাপক আজফার হোসেন, অধ্যাপক কামরুল হাসান মামুন, অধ্যাপক মজিবুর রহমান, অধ্যাপক ফিরদৌস আজিম, আলতাফ পারভেজ, আ-আল মামুন, জ্যোতির্ময় বড়ুয়া, মীরু খান, অধ্যাপক খালেদ হোসাইন, কাজী জাবের আহমেদ আল জাহাঙ্গীর, ওয়াসি আহমেদ, মানস চৌধুরী, অধ্যাপক সিরাজ সালেকিন, অধ্যাপক সৌভিক রেজা, অধ‍্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী, অধ্যাপক বখতিয়ার আহমেদ, জিএইচ হাবীব, আহমাদ মোস্তফা কামাল, রায়হান রাইন, অধ্যাপক মাসউদ ইমরান মান্নু, ফাহমিদুল হক, সামিনা লুৎফা, মোশাহিদা সুলতানা, সুমন সাজ্জাদ, রেজওয়ানা করিম স্নিগ্ধা, রাহমান চৌধুরী, মঈনুল আহসান সাবের, মঈন চৌধুরী, কাজল শাহনেওয়াজ, সুব্রত অগাস্টিন গোমেজ, সৈয়দ তারিক, শামসেত তাবরেজী, ফেরদৌস নাহার, ইমতিয়ার শামীম, রাখাল রাহা, জাহেদ উর রহমান, রাজু আলাউদ্দিন, রহমান হেনরী, আহমেদ স্বপন মাহমুদ, বদরে মুনীর, কুমার চক্রবর্তী, পাপড়ি রহমান, চঞ্চল আশরাফ, মজনু শাহ, সৈকত হাবিব, শাহেদ কায়েস, শওকত হোসেন, রাজীব নূর, কবি মোস্তাক আহমদ, সৈয়দ নিজার, অবনি অনার্য, জিয়া হাশান, চারু হক, পাভেল পার্থ, অমল আকাশ, আহমেদ বাদল, কামরুন নাহার শীলা, নাসিমা মাসুদ, মুস্তফা জামান, মুহাম্মদ কাইউম, নূরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, কামার আহমাদ সাইমন, সারা আফরীন, সানী জুবায়ের, জিয়াউর রহমান, মুক্তাদির রশীদ, আজাদ আবুল কালাম, অরূপ রাহী, মিনহাজুর রহমান আকাশ, রাফিয়া তামান্না, জিন্নাত আরা, ওয়াসিফা জাফির অদ্রি, মুনমুন নেসা, সায়মা আলম, সৈকত দে, রিতু পারভি, মোহাম্মদ জহিরুল ইসলাম কচি, বিধান রিবেরু, ইমতিয়াজ বর্ষণ, সোমেশ্বর অলি, নাহিদ হাসান, সাঈদ আহমেদ, নূরুননবী শান্ত, মুক্তি মণ্ডল, ফিরোজ এহতেশাম, অস্ট্রিক আর্যু, রথো রাফি, জেসমিন মুননী, ষড়ৈশ্বর্য মুহম্মদ, লায়লা ফারজানা, অমৃতা ইশরাত, রনক জামান, সেলিম খান, আলী সিদ্দিকী, সাইয়েদ জামিল, আদনান আলী, বীথি ঘোষ, জব্বার আল নাঈম, সাজ্জাদ সাঈফ, নাদিরা ভাবনা, খন্দকার সুমন, অলাত এহসান, আরিফ রহমান, শিমুল সালাহ্উদ্দিন, জায়েদ সিদ্দীকি, শ্যামল শিশির, সাহানা রহমান সুমি, নাঈমা তাসনিম, গৌরাঙ্গ হালদার, আহমেদুর চৌধুরী, তাইয়্যেবুন মিমি, আবু সাঈদ আহমেদ, সায়রাত সালেকিন, খাইরুল বাশার শামীম, এহসান হাবীব, শোয়াইব আহম্মেদ আসিফ, অনিন্দ্য নাহার হাবীব, রুহুল মাহফুজ জয়, রাসেল রায়হান, মাসিয়াত জাহিন, ওয়াহিদ রোকন, অনুরুদ্ধ গোস্বামী, খৈয়াম সানু সন্ধি, প্রসূন রহমান, রাশিদা সুলতানা, হুমায়ূন আজম রেওয়াজ, আহমেদ মওদুদ, রণজিৎ দাশ, ধ্রুব সাদিক, আলমগীর নিষাদ, জাহিদ জগৎ, রাশেদ শাহরিয়ার, রহিম রানা, নাদিম মাহমুদ, আহমেদ বাদল, ফেরদৌস আরা রুমী, মাহাবুব রাহমান, আবুল কালাম আল আজাদ, আর রাজী, সহুল আহমদ, সালাহ উদ্দিন শুভ্র, সামিও শীশ, সাবিহা হক, রায়হান শরীফ, মাহমুদুর রহমান দীপন, আলীম আজিজ, সৌমিক ইসলাম ধ্রুব, দিলওয়ার হাসান, আহমেদ মুনির, মোখলেস মুকুল, খিজির হায়াত খান, ত্রিস্তান আনন্দ, দেবাশীষ তেওয়ারী, অপু ইব্রাহীম, পারভীন ইলিয়াস, সাবিদিন ইব্রাহিম, নিজাম বিশ্বাস, কাজী রাফি, বায়েজিদ বোস্তামী, ইমরান আল হাদী, কাজী দীন মুহম্মদ, তানহা জাফরিন, মিছিল খন্দকার, নুসরাত নুসিন, কাজী আহমাদ শাফিন, জয়ন্ত বিশ্বাস, অজিত দাশ, ইয়াসির আরাফাত, তৌফিকুল ইমন, জাবেদ হোসাইন জিদান, উপল বড়ুয়া, রশীদ আল হারুন, দিপক কুমার রায়, নাদিয়া জান্নাত, ফজলুল কবিরী, ইরফানুর রহমান রাফিন, অনুভব আহমেদ, গোলাম মোস্তফা, শেখ তাসনিম আফরোজ ইমি, মারজানা বাঁধন, পলাশ করিম, মিলন মাহমুদ, আফজালুল বাসার, ফখরুজ জামান, নজরুল হায়াৎ, পলি শাহীনা, শাফিনূর শাফিন, আমিরুল রাজিব, নাঈম উল হাসান, ইরাজ আহমেদ, রাজীব রাফি, বর্ণালী সাহা, পিওনা আফরোজ, লালন নূর, ইসমাইল সাদী, আব্দুল আজিজ, মাজহার জীবন, মোসাব্বির আহে আলী, অনন‍্যা জুলফিকার শাওলী, সাবিকুন নাহার, নাহিদা নাহিদ, শিবলী নোমান, সাদাত সায়েম, সৈয়দ মামুন রশিদ, রাজু আহমেদ, আহমদ ফারুক, ড. আহমেদ আবিদ, মোজাম্মেল হক, মাসুদ রানা, মনির ইউসুফ, সারাজাত সৌম, সালেহীন শিপ্রা, রুমকী রুসা, সোহেইল মুশফিক, তুহিন চৌধুরী, কাজী লাবণ্য, মিসবাহ জামিল, নূজিয়া হাসিন রাশা, মশিউর রহমান খান রিচার্ড, রাহাত আহমেদ, মোয়াজ্জেম আজিম, গোলাম শফিক, বাকী বিল্লাহ, ডাক্তার তন্ময় সান্যাল, জহির রায়হান জুয়েল, মাহাথির মুহাম্মদ, আব্দুল করিম কিম, সীমা আক্তার, হাসনাত শোয়েব, মানবেন্দ্র দেব, সোয়েব মাহমুদ, তানভীর সিরাজ অন্তু, অন্ধ আলামিন সরকার পিপাসী, শাহ আলম দেওয়ান, বাউল অন্তর সরকার, বাউল আনিস মুন্সি, বাউল শিলা মল্লিক, আবুল হাসেম, বাউল ফতেহ কামাল, ফারুক নূরী, বাউল রবিউল ইসলাম, হেলাল উদ্দীন, জাকির চিশতি, জিল্লুর সরকার, সাইদ হাফিজ, বাউল রুকন উদ্দীন, বাউক ফারুক হোসেন, বাউল আশফাক টিটো, বাউল আবু নঈম, ফকির আবুল হাসেম, মিনা পাগলী ও সায়দিয়া গুলরুখ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত