স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন, যারা দেশ মাতৃকার কল্যাণে অকতোভয় কাজ করবে এবং বিশ্বের সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবে।’
আজ বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি দেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য, ‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।
এই ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী।’ দিবসটি উদ্যাপনের সঙ্গে যুক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানান।
বাণীতে ড. ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় সাম্প্রতিক ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল কিশোরী ও নারীরা। তারা আমাদের এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।’
তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতা আনতে সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই ভবিষ্যতের মা ও নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।’
বাণীর শেষে তিনি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে—সকাল ৮টায় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল প্রাঙ্গণ হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হবে। র্যালিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অংশ নেওয়ার কথা ছিল।
একই দিন বিকেল ৪টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পঞ্চম তলার মাল্টিপারপাস হলরুমে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন, যারা দেশ মাতৃকার কল্যাণে অকতোভয় কাজ করবে এবং বিশ্বের সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবে।’
আজ বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি দেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য, ‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।
এই ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী।’ দিবসটি উদ্যাপনের সঙ্গে যুক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানান।
বাণীতে ড. ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় সাম্প্রতিক ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল কিশোরী ও নারীরা। তারা আমাদের এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।’
তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতা আনতে সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই ভবিষ্যতের মা ও নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।’
বাণীর শেষে তিনি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে—সকাল ৮টায় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল প্রাঙ্গণ হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হবে। র্যালিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অংশ নেওয়ার কথা ছিল।
একই দিন বিকেল ৪টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পঞ্চম তলার মাল্টিপারপাস হলরুমে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে।
২১ মিনিট আগে
পোস্টাল ব্যালটে ‘ইন-কান্ট্রি’ (দেশের ভেতরে) ভোট ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রতিটি জেলায় কয়েদিদের ভোটার নিবন্ধনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
১ ঘণ্টা আগে
ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার মূল খাঁচা থেকে বের হওয়া স্ত্রী সিংহকে বশে আনা হয়েছে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর কর্মকর্তারা ইনজেকশন দিয়ে অবচেতন করে তাঁকে ফের খাঁচায় পাঠাতে সক্ষম হন। এ ঘটনায় দুই সদস্যের কমিটি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘উনি ভোট করবেন, এটা বলেছেন। উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কী কী করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি, এই প্রশ্ন অবান্তর।’
৫ ঘণ্টা আগে