leadT1ad

কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন: প্রধান উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০: ১২
আজ জাতীয় কন্যাশিশু দিবস। ছবি: বাসস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন, যারা দেশ মাতৃকার কল্যাণে অকতোভয় কাজ করবে এবং বিশ্বের সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবে।’

আজ বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি দেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য, ‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।

এই ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী।’ দিবসটি উদ্যাপনের সঙ্গে যুক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানান।

বাণীতে ড. ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় সাম্প্রতিক ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল কিশোরী ও নারীরা। তারা আমাদের এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।’

তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতা আনতে সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই ভবিষ্যতের মা ও নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।’

বাণীর শেষে তিনি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে—সকাল ৮টায় বর্ণাঢ্য র‍্যালি। র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল প্রাঙ্গণ হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হবে। র‌্যালিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অংশ নেওয়ার কথা ছিল।

একই দিন বিকেল ৪টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পঞ্চম তলার মাল্টিপারপাস হলরুমে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন।

Ad 300x250

সম্পর্কিত