leadT1ad

নবীনগর-চন্দ্রা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

আগুনে বাসের আসন ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে

ঢাকার আশুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এঘটনায় পরিবহন শ্রমিকসহ এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কাশিমপুর থানার পানিশাইলের জ্যোতিষ সিএনজি সংলগ্ন এলাকায় ইএমএম এন্টারপ্রাইজ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে চার জন অজ্ঞাত ব্যক্তি থেমে থাকা গাড়িটির কাছে এসে দাঁড়ায়। তারা গাড়ির জানালা দিয়ে কিছু একটা ভেতরে ছুড়ে আগুন জ্বালিয়ে দেয়। নিমিষেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। পরে পরিবহন শ্রমিক ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিলেও পুরো গাড়িটি পুড়ে যায়।

গাড়িতে আগুন দেওয়ার সময় দুই পরিবহন শ্রমিক গাড়ির ভেতরে অবস্থান করছিলেন। তারা আগুন দেখে নিরাপদ দূরত্বে সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এসময় পাশে থাকা আরেকটি বাসের শ্রমিক আল-আমিন বলেন, আমরা পাশের গাড়িতে শুয়ে ছিলাম। পুড়ে যাওয়া গাড়িটি কারখানার স্টাফ বাস। এই গাড়িতে করে শ্রমিকদের কারখানায় পৌঁছে দেওয়া হয়। ভোরে শ্রমিকদের কারখানায় পৌঁছে দিতে হয় বলে আমরা গাড়িতেই থাকি। গাড়িতে চালক থাকা অবস্থায় ওই ব্যক্তিরা আগুন দিয়ে পালিয়ে যায়। চালক পেছনে তাকাতে তাকাতে পুরো গাড়িতে আগুন ধরে যায়। পরে আমরা সবাই আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছি। কিন্তু ততক্ষণে গাড়িটি পুড়ে গেছে। দাঁড়িয়ে থাকা গাড়িতে আমরা ঘুমাতেও এখন ভয় পাচ্ছি।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত