leadT1ad

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার টন গম এলো মোংলা বন্দরে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২১: ৩৪
আজ শনিবার (১৫ নভেম্বর) ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উইকোটাটি’ নামে একটি জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) কেনা গমের তৃতীয় চালান দেশে পৌঁছেছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উইকোটাটি’ নামে একটি জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় এই গম আমদানি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

এটি যুক্তরাষ্ট্র থেকে আসা তৃতীয় চালান। এর আগে গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন এবং ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে এসে পৌঁছায়। সব মিলিয়ে এখন পর্যন্ত তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে এসেছে।

বন্দর সূত্রে জানা গেছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত