leadT1ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষা কর্মকর্তাদের অবস্থান, দাবি নবম গ্রেড

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনের সামনে ‘বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়। স্ট্রিম ছবি

চাকরি নবম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন উপজেলা ও থানার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনের সামনে ‘বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে কয়েকশো কর্মকর্তা অংশ নিয়েছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া উপজেলা ও থানা পর্যায়ের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, বর্তমানে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তারা দশম গ্রেডে বেতন পান। তাঁদের দায়িত্ব বিদ্যালয় মনিটরিং করা। আবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরাও দশম গ্রেডে বেতন পাচ্ছেন। ফলে চেইন অব কমান্ড ভেঙে যাচ্ছে।

সমাবেশে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আল আমিন হাওলাদার বলেন, ‘বিকেল ৩টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আমাদের সঙ্গে বসতে চেয়েছেন। ডিজি যদি আশ্বস্ত না করেন বা দাবি বাস্তবায়নের অগ্রগতি না দেখি তাহলে ৩০ নভেম্বরের পর থেকে লাগাতার কর্মবিরতিতে যাব।’

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহ. সিরাজুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা অবহেলিত হয়েছি। এক বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরছি। কিন্তু আমাদের সঙ্গে সাপ-লুডু খেলা হচ্ছে। বিদ্যালয়গুলোর মনিটরিংয়ের দায়িত্ব আমাদের। শিক্ষকেরাও যেই গ্রেডে আছেন, আমরাও একই গ্রেডে। যে কারণে চেইন অব কমান্ড ভেঙে যাচ্ছে। সহিংস আন্দোলনে আমরা যাব না, কিন্তু দাবি আদায় করেই ফিরবো।’

তিনি আরও বলেন, ‘কর্মকর্তারা কেউ ১৫ বছর আগে, কেউ ১০ বছর আগে নিয়োগ পেয়েছেন। কিন্তু কারও কোনো পদোন্নতি নেই। এমনটি চলতে পারে না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত