.png)

স্ট্রিম ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন, যা বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
এক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই ভাষণ দিতে যাচ্ছেন। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। জামায়াতে ইসলামীসহ আটটি দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অন্যান্য দলগুলো এই দাবিকে ‘অযৌক্তিক’ এবং ‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
এরই মধ্যে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায়ের তারিখ নির্ধারণের কথা রয়েছে। এই দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তাদের এই কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনতা আটক করেছে।
এমন এক উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে তার ভাষণ দেবেন।
এর আগে আজ সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন অধ্যাপক ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তিনি এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর, ১৭ নভেম্বর, ১৬ ডিসেম্বর এবং চলতি বছরের ২৫ মার্চ, ৬ জুন ও ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন, যা বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
এক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই ভাষণ দিতে যাচ্ছেন। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। জামায়াতে ইসলামীসহ আটটি দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অন্যান্য দলগুলো এই দাবিকে ‘অযৌক্তিক’ এবং ‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
এরই মধ্যে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায়ের তারিখ নির্ধারণের কথা রয়েছে। এই দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তাদের এই কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনতা আটক করেছে।
এমন এক উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে তার ভাষণ দেবেন।
এর আগে আজ সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন অধ্যাপক ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তিনি এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর, ১৭ নভেম্বর, ১৬ ডিসেম্বর এবং চলতি বছরের ২৫ মার্চ, ৬ জুন ও ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।
.png)

জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সোমবার (১৭ নভেম্বর)। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের এই তারিখ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
৮ মিনিট আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
১৮ মিনিট আগে
বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসর শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়।
২৮ মিনিট আগে
জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও পুলিশসহ
৩৫ মিনিট আগে