leadT1ad

২৯ মামলার আসামি বশির গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫২
২৯ মামলার আসামি বশির গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ২৯টি মামলার আসামি মো. বশির ওরফে কামরুল হাসান ওরফে জুয়েল (৫৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩-এর সদস্যরা। আজ রাত ৯টার দিকে র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালে মাদকের একটি মামলায় আদালতে দুই বছরের সাজার রায় ঘোষণার পর থেকেই জুয়েল পালিয়েছিলেন। আত্মগোপনে থেকেই মাদক কারবারে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার শাহজাহানপুর, পল্টন, তেজগাঁও, মতিঝিল ও রমনা থানায় ২৬টি মাদক মামলাসহ মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে শাহজাহানপুরের এক মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত। আজ শাহজাহানপুরের ঝিলপাড় শাহাদাত হোসেনের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, আদালতের সাজার রায় ঘোষণার পর থেকেই বশির আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করার জন্য র‍্যাব-৩-এর গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করেছিল।

Ad 300x250

সম্পর্কিত