leadT1ad

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি, ১৭৫৫ পদে আবেদন শুরু ৪ ডিসেম্বর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আজ বুধবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে। এটি চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এতে আরও বলা হয়, এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। ক্যাডার পদের মধ্যে স্বাস্থ্য ৬৫০, প্রশাসনে ২০০ ও পুলিশে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও ফলাফল প্রকাশের তারিখ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী বছরের ৩০ জানুয়ারি, ফলাফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা ওই বছরের ৯ এপ্রিল শুরু হবে, ফলাফল প্রকাশ হবে ৩০ জুলাই। আর মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট, ফলাফল প্রকাশ হবে ২৫ নভেম্বর।

Ad 300x250

সম্পর্কিত