leadT1ad

জাবির খাবারের দোকানে আগুন, দগ্ধ ১

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবির বটতলায় খাবারের দোকানে আগুন। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ‘হাবিব স্টোর’ নামের ওই দোকানে আগুন লাগে। এতে দোকানের এক কর্মচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। আশপাশের দোকানের কর্মচারীরা দ্রুত পানি, লেপ ও তোশক দিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত কর্মচারীর নাম মো. জহির (২৮)। আগুনে তাঁর বাম হাত ও মুখের কিছু অংশ পুড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ক্ষত গুরুতর নয়।

দোকানের মালিক মো. হাবিব জানান, আগুনে দোকানের ভেতরের অবকাঠামোর ক্ষতি না হলেও সব খাবার নষ্ট হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভানোর প্রায় ১০ মিনিট পর সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে এখন আর কোনো ঝুঁকি নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত