leadT1ad

কুমিল্লায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন সোমবার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২১: ৪৪
ভোটের গাড়ি। ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা জেলা পর্যায়ে এই প্রচারণার উদ্বোধন করা হবে।

আজ রোববার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এই বিশেষ প্রচারণা চালানো হচ্ছে। ‘ভোটের গাড়ি’র মাধ্যমে মূলত গণভোট ও রেফারেন্ডাম ব্যবস্থার গুরুত্ব জনগণের কাছে তুলে ধরা হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা দেশের বিভিন্ন জেলায় উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করবেন।

Ad 300x250

সম্পর্কিত