leadT1ad

শহিদুল আলমদের জাহাজ আটক করল ইসরায়েল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ছবি: সংগৃহীত

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যে জাহাজে বাংলাদেশের আলোকচিত্রি শহিদুল আলম যাচ্ছিলেন সেটিও আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। এসময় শহিদুল আলমকেও আটক করেছে দেশটির নৌবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টা ৫৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ভিডিওসহ এক পোস্টে বিষটি জানিয়েছেন শহিদুল আলম।

পোস্টে তিনি লেখেন, আমি শহিদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রি ও লেখক। আপনারা যদি এই ভিডিওটি দেখেন, সাগরে আমাদের আটক করা হয়েছে এবং আমাকে দখলদার ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে—যে দেশ (ইসরায়েল) যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সক্রিয় সহায়তা ও সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।

শহিদুল আলমের পোস্টের স্ক্রিনশট
শহিদুল আলমের পোস্টের স্ক্রিনশট

তিনি আরও লেখেন, আমি আমার সব সহকর্মী এবং বন্ধুদের আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব আমার মুক্তি চাইতে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করুন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে যান। ফিলিস্তিন স্বাধীন হবেই। যারা দেশে আছেন তাদের জন্য এই বার্তা।

তবে পরে শহিদুল আলমের পেজে পোস্টটি আর পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত