leadT1ad

‘সবাই মিলে সুন্দর নির্বাচন করব’, বিজিবির নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে এসে সিইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৪: ২২
বিজিবির মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। স্ট্রিম ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ বুধবার সকালে তিনি ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রিত অতিথিরা এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি নির্বাচনি পরিচালনায় বিজিবির পেশাদারত্ব, নিষ্ঠা ও প্রস্তুতির প্রশংসা করেন। তিনি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের দক্ষতা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

পরে সিইসি বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ হলে সব পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এতে বিজিবি মহাপরিচালক, সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও অন্যান্য ইউনিট ভিডিও টেলিকনফারেন্সে যুক্ত ছিল।

মতবিনিময় সভায় সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্ভয় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে সারা দেশে বিজিবির ১ হাজার ২১০টি প্লাটুন নির্বাচনি দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সব উপজেলায় বিজিবি দায়িত্বে থাকবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি সদস্যরা এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।

গত ২৪ আগস্ট ২০২৫ থেকে নির্বাচনি প্রশিক্ষণ শুরু হয়েছে; চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। চার ধাপে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

মহড়া পরিদর্শন শেষে সিইসি বলেন, ‘আজকে বিজিবিরটা দেখলাম। আমাদের প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও দায়বদ্ধতা রয়েছে। এ ধরনের প্রশিক্ষণ আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে জাতিকে সুন্দর এক নির্বাচন দেওয়ার যে ওয়াদা করেছি, তা রক্ষা করব।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলব না আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে। কিন্তু এখন তো আপনি সেফলি ঘুমাতে পারছেন, আসতেও পেরেছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বসেছি। আমরা ওয়াকিবহাল—আইনশৃঙ্খলা ঠিক রেখেই নির্বাচন করতে পারব। যারা প্রতিহতের ঘোষণা দিয়েছে, আমরা সবাই মিলে তাদেরই প্রতিহত করব। রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদা দিয়েছে সুন্দর নির্বাচনের। তাই সবাই মিলে করব।’

Ad 300x250

সম্পর্কিত