ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক
স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। দলটির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মূল বক্তব্যে কী আছে কমিশন স্পষ্ট কিছু বলেনি বলে অভিযোগ করেন আখতার হোসেন। তিনি বলেন, এ ব্যাপারে তাঁরা এখনো আশাবাদী হতে পারছেন না।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে।
বৈঠক শেষে বেলা দেড়টার দিকে একটি সংবাদ সম্মেলন করে এনসিপির প্রতিনিধি দল। সেখানে আখতার হোসেন বলেন, ‘আদেশের মূল বক্তব্যের বিষয়ে কমিশন আমাদের স্পষ্ট কিছু বলেনি। সে জন্য আমরা এখনো তেমন আশাবাদী হতে পারছি না। আমরা আশা করি, কমিশন যে খসড়া প্রস্তুত করছে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করবে। সবকিছু নিশ্চিত হয়েই কেবল জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হবো।’
এছাড়া ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানান আখতার হোসেন। অনেক রাজনৈতিক দল সনদ স্বাক্ষরে অংশ নিলেও দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন আরও বলেন, ‘একটি পক্ষ জুলাই সনদ স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আরেকটি পক্ষ সনদ বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নই কেবল এ সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে বলে আমরা মনে করি।’
বৈঠকে অংশ নেওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন স্ট্রিমকে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ ঐকমত্য কমিশন প্রস্তুত করছে।’
সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করার কথা জেনেও কেন সনদে স্বাক্ষর করেনি এনসিপি—প্রশ্নে জাবেদ রাসিন বলেন, ‘কমিশন আমাদেরকে সনদে স্বাক্ষর করতে আহ্বান জানায়। আমরা তখন প্রস্তুত হওয়া আদেশ দেখতে চাই। আমাদের দেখানো যাবে না বলে কমিশন জানিয়ে দেয়। তাই আমরাও আর স্বাক্ষরে আগ্রহ দেখাইনি।’
জাবেদ রাসিন বলেন, ‘আমাদের তিন দফা দাবি আজকেও পরিষ্কার জানিয়ে দিয়ে এসেছি। সাংবিধানিক আদেশ অবশ্যই যেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জারি করেন, সেটি আজকেও জানিয়েছি। কমিশন বলেছে, তারা সেটা বিবেচনা করছে।’
নোট অব ডিসেন্টের বিষয়ে রাসিন বলেন, ‘গণভোটে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয়, তাহলে সব ধরনের নোট অব ডিসেন্ট খারিজ হয়ে যাবে।’
আজকের বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সদস্য ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।
এদিকে এনসিপির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। দলটির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মূল বক্তব্যে কী আছে কমিশন স্পষ্ট কিছু বলেনি বলে অভিযোগ করেন আখতার হোসেন। তিনি বলেন, এ ব্যাপারে তাঁরা এখনো আশাবাদী হতে পারছেন না।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে।
বৈঠক শেষে বেলা দেড়টার দিকে একটি সংবাদ সম্মেলন করে এনসিপির প্রতিনিধি দল। সেখানে আখতার হোসেন বলেন, ‘আদেশের মূল বক্তব্যের বিষয়ে কমিশন আমাদের স্পষ্ট কিছু বলেনি। সে জন্য আমরা এখনো তেমন আশাবাদী হতে পারছি না। আমরা আশা করি, কমিশন যে খসড়া প্রস্তুত করছে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করবে। সবকিছু নিশ্চিত হয়েই কেবল জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হবো।’
এছাড়া ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানান আখতার হোসেন। অনেক রাজনৈতিক দল সনদ স্বাক্ষরে অংশ নিলেও দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন আরও বলেন, ‘একটি পক্ষ জুলাই সনদ স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আরেকটি পক্ষ সনদ বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নই কেবল এ সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে বলে আমরা মনে করি।’
বৈঠকে অংশ নেওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন স্ট্রিমকে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ ঐকমত্য কমিশন প্রস্তুত করছে।’
সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করার কথা জেনেও কেন সনদে স্বাক্ষর করেনি এনসিপি—প্রশ্নে জাবেদ রাসিন বলেন, ‘কমিশন আমাদেরকে সনদে স্বাক্ষর করতে আহ্বান জানায়। আমরা তখন প্রস্তুত হওয়া আদেশ দেখতে চাই। আমাদের দেখানো যাবে না বলে কমিশন জানিয়ে দেয়। তাই আমরাও আর স্বাক্ষরে আগ্রহ দেখাইনি।’
জাবেদ রাসিন বলেন, ‘আমাদের তিন দফা দাবি আজকেও পরিষ্কার জানিয়ে দিয়ে এসেছি। সাংবিধানিক আদেশ অবশ্যই যেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জারি করেন, সেটি আজকেও জানিয়েছি। কমিশন বলেছে, তারা সেটা বিবেচনা করছে।’
নোট অব ডিসেন্টের বিষয়ে রাসিন বলেন, ‘গণভোটে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয়, তাহলে সব ধরনের নোট অব ডিসেন্ট খারিজ হয়ে যাবে।’
আজকের বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সদস্য ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।
এদিকে এনসিপির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা ৮ ইঞ্চি ব্যাসার্ধের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে উদ্ধারে পাশে ৪০ ফুট গভীর গর্ত খনন করা হয়েছে।
২০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে চুরির সময় ধরা পড়ে যাওয়ায় নিজেকে বাঁচাতে গৃহকর্ত্রী ও তাঁর মেয়েকে কুপিয়ে হত্যা করেন গৃহকর্মী আয়েশা। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠি থেকে ঢাকায় আনার পথে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোড়া খুনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফোন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে সুরক্ষা এবং একইসঙ্গে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে আসা মোবাইল ফোনের শুল্ক ফাঁকি রোধে ন্যাশনাল ইক্যুইপমেন্ট
১০ ঘণ্টা আগে