leadT1ad

চুরির অপবাদে সালিশে বাবার সামনে ছেলেকে নির্যাতন, নাকে খত, মারধরের পর গ্রাম ছাড়া

হরিণাকুণ্ডুর কালীশংকরপুর গ্রামের এক পল্লিচিকিৎসক এনামুলের গরু চুরির চেষ্টার সন্দেহে পরদিন গ্রামে সালিশ ডাকা হয়। সেখানে জোর করে উপস্থিত করা হয় অভিযুক্ত যুবক ও তাঁর বাবাকে। এতে যুবককে নির্যাতন, নাকে খত দেওয়ার পর মারধর করে গ্রাম ছাড়া করা হয়েছে।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৪: ৩৭
হরিণাকুণ্ডুতে সালিশ বৈঠকে যুবককে নির্যাতন। সংগৃহীত ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির চেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে বাবার সামনে এক যুবককে (২৮) মারধরের পর নাকে খত দেওয়া হয়েছে। পরে ঘোরানোর হয়েছে গ্রাম। গত শনিবার (২২ নভেম্বর) উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রামের পল্লিচিকিৎসক এনামুলের বাড়িতে চুরির চেষ্টার সন্দেহে যুবককে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালিশের মাতব্বরেরা। নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে একে ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ বলে দাবি করেছেন ভুক্তভোগীর বাবা। নির্যাতনের শিকার যুবক কালীশংকরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে কালীশংকরপুর গ্রামের এনামুলের গরু চুরির উদ্দেশে কেউ বাড়িতে প্রবেশ করেছিল বলে সন্দেহ হয় তাদের। এই অভিযোগে শনিবার বিকাল ৩টার দিকে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ বসান তাঁরা। এতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সালিশে অভিযোগ তোলা হয়, শুক্রবার রাতে এনামুলের বাড়ির পাশে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখেছেন তাঁর ছেলে ইমরান। ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পরদিন ওই যুবক ও তাঁর বাবাকে জোর করে সালিশে হাজির করা হয়। পরে তাঁকে চুরির চেষ্টার অপবাদ দিয়ে নির্যাতন করেন গ্রামের কয়েকজন ব্যক্তি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালিশে ওই যুবকের ঘাড় ধরে মাটির সঙ্গে চেপে প্রায় ২০ ফুট নাকে খত দেওয়ান সাদা শার্ট ও লুঙ্গি পরা একজন। সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছেন গ্রামবাসী। এক পর্যায়ে যুবককে তুলে তিনবার কান ধরে ওঠ-বস করান মাতাব্বরেরা। এরপর তাঁকে মারতে মারতে গ্রাম ঘুরিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয়। এ সময় কেউ এ বিচারের বিরুদ্ধে কথা বললে তারও বিচার করা হবে বলে চিৎকার করে বলতে থাকেন কয়েকজন ব্যক্তি।

চুরির ঘটনা সম্পর্কে পল্লিচিকিৎসক এনামুল হক বলেন, ‘আমার বাড়িতে ওই যুবক গরু চুরি করতে ঢুকেছিল। আমার ছেলে ও পরিবারের অন্যরা বুঝতে পারলে পেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে আমি গ্রামের মাতব্বরদের কাছে বিচার দিই।’

যুবককে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘এই ছেলে চোর। আওয়ামী লীগের সময় থেকেই তাঁর চুরির অভিযোগ আছে। শুক্রবার রাতে গ্রামের এনামুল ডাক্তারের বাড়িতে গরু চুরি করতে গিয়েছিল ওই যুবক। পরিবারের লোকজন জেগে ওঠায় সে দৌড়ে পালিয়ে যায়। পরে বিচার দিলে দুই গ্রামের মাতব্বরেরা মিলে ওই যুবকের নাকে খত দিয়ে তাঁর পরিবারের জিম্মায় দেওয়া হয়।’

সালিশে কাউকে শারীরিক নির্যাতন করা যায় কিনা– এমন প্রশ্নে বিএনপি নেতা সিরাজুল বলেন, ‘পুলিশে দিলে ওর বড় ক্ষতি হতো। তা ছাড়া গ্রামের লোকজন হাত-পা ভেঙে দিতে চেয়েছিল। আমি দেখলাম, ছেলেটার এত বড় ক্ষতি করে লাভ কী! এই কারণে আমি উপস্থিত থেকে তাঁকে সালিশে নাকে খত দিয়ে সতর্ক করে দিয়েছি। এরপরেও সে এমন কাজ করলে তাঁকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’

চুরির ঘটনা সম্পর্কে পল্লিচিকিৎসক এনামুল হক বলেন, ‘আমার বাড়িতে ওই যুবক গরু চুরি করতে ঢুকেছিল। আমার ছেলে ও পরিবারের অন্যরা বুঝতে পারলে পেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে আমি গ্রামের মাতব্বরদের কাছে বিচার দিই।’

এদিকে ঘটনার পর থেকে এলাকায় নেই ওই যুবক। গতকাল রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা বলেন, ‘চুরি করে চলতে হবে— এমন অভাব তাঁর সংসারে নেই।’ তাঁরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

স্থানীয় ভায়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, ‘এমন ঘটনার কথা আমিও শুনেছি। এর বেশি কিছু আমি বলতে পারছি না।’

নির্যাতনের ঘটনাটি তদন্তে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হরিণাকুণ্ডু বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

যুবককে নির্যাতনের ভিডিও দেখেছেন জানিয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘এটা খুবই অন্যায় কাজ করেছে। কেউ যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাঁকে আইনের হাতে তুলে দিতে হবে। কিন্তু সালিশে কেউ আইন হাতে তুলে নিলে তারাও অপরাধী হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত