leadT1ad

এখনো ভোটার তালিকায় তারেক রহমানের নাম নেই: ইসি সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি

ভোটার তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন। ভোটার নিবন্ধন আইনের ধারা অনুযায়ী তিনি পরবর্তী সময়েও ভোটার হতে পারবেন।’ যে কারও জন্য এই নিয়ম প্রযোজ্য বলে যোগ করেন তিনি।

প্রবাসী ভোটার নিবন্ধনের সময় ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, প্রবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিলেও সাংবাদিকরা কেন নয়, জবাবে ইসি সচিব বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি পোস্টাল ব্যালটে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত