leadT1ad

১৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কড়াইল বস্তির আগুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি। স্ট্রিম ছবি

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন ‘নির্বাপণ সম্পন্ন’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণের ঘোষণা দেয় সংস্থাটি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের এই ঘট্নায় এখন পর্যন্ত কোনো হতাহত খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

সকালে পোড়া ঘরে এসে বেঁচে যাওয়া শেষ সম্বলটুকু খুঁজছেন এক দম্পতি। স্ট্রিম ছবি
সকালে পোড়া ঘরে এসে বেঁচে যাওয়া শেষ সম্বলটুকু খুঁজছেন এক দম্পতি। স্ট্রিম ছবি

গতকাল বিকেল ৫টার পরপরই কড়াইল বস্তির মাজার গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বস্তিবাসী অনেকের ঘর।

ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ও স্থানীয়দের প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর ঘর থেকে কিছুই বের করতে পারেননি অনেকে। স্ট্রিম ছবি
আগুন লাগার পর ঘর থেকে কিছুই বের করতে পারেননি অনেকে। স্ট্রিম ছবি

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্তরা এক এক ফিরছেন তাঁদের ঘরগুলোতে। তবে ঘরগুলোর কোনোটির চাল নেই। পুড়ে গেছে ঘরের অধিকাংশ আসবাবপত্র।

আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কড়াইল বস্তির বউবাজার অংশের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লক। এই অংশের বেশিরভাগ বাসিন্দা বউবাজার এলাকার খামারবাড়ি মাঠে রাত কাটিয়েছেন। সকালে স্থানীয় কেউ কেউ খাবার নিয়ে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত