leadT1ad

নাটোরে বাসের ধাক্কায় দুইজন নিহত

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১: ১২
নাটোরে বাসের ধাক্কায় দুইজন নিহত

নাটোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারুরহাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন— ভ্যানচালক মোজাম্মেল হক (৪০) ও যাত্রী আখতার হোসেন (৪৮)। তাদের বাড়ি জেলার সিংড়া উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে। খবর ইউএনবির।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বগুড়া থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক মোজাম্মেল হক ও যাত্রী আখতার হোসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পাবনা সীমান্ত থেকে বাসটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Ad 300x250

৩৪ বছর পর চাকসু নির্বাচনের তফসিল আসছে বৃহস্পতিবার

৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

'ভেজাল লাগাইয়া দিয়া যেভাবে নির্লিপ্ত আছেন, এটা আপনাকে সেভ করবে না'

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নির্বাচন কমিশন একটি দলের পার্টি অফিসে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

সম্পর্কিত