leadT1ad

ভারতের ৪৭ জেলেকে মুক্তি, দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

মুক্তি পেয়েছেন ৪৭ জন ভারতীয় জেলে। ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে

বঙ্গোপসাগরে সীমান্তরেখায় মাছ ধরার সময় আটক ৪৭ জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। একইসময়ে ভারত থেকেও ৩৮ জন বাংলাদেশি জেলে ফিরে এসেছেন। বাংলাদেশ ও ভারতের কর্তৃপক্ষের ধারাবাহিক আলোচনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুই দেশের মোট ৮৫ জন জেলে নিজ নিজ দেশে ফিরে গেছেন। একই সময়ে আটক জেলেদের মাছধরা নৌকাও উভয় পক্ষ একে অপরকে হস্তান্তর করেছে।

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সামুদ্রিক সীমানার কাছে বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৩২ জন বাংলাদেশি জেলেকে গ্রহণ করে। একই সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ড ৪৭ জন ভারতীয় জেলেকে ভারতের কাছে হস্তান্তর করে।

এ সময় ভারতীয় কোস্ট গার্ড একটি বাংলাদেশি মালিকানাধীন মাছধরা নৌকা ফেরত দেয় এবং বাংলাদেশ কোস্ট গার্ড তিনটি ভারতীয় মালিকানাধীন নৌকা ভারতের কাছে ফেরত পাঠায়।

একই দিনে ভারতের মেঘালয় রাজ্য থেকে ছয়জন বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হয়। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সমন্বয়ে তাঁদের মেঘালয় থেকে শেরপুরে হস্তান্তর করা হয়।

Ad 300x250

সম্পর্কিত