leadT1ad

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৮: ৪০
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৪: ১৩
আসাদুজ্জামান তুহিন। ছবি: সংগৃহীত

গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে তাকে হত্যা করা হয়।

নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৩৮)। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে চান পান করছিলেন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাটে অস্ত্রধারী কয়েকজনের চাঁদাবাজির দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিলেন তিনি। পরে তিনি অস্ত্রধারীদের পেছন পেছন ছুটে গেলে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনার কিছু সময় আগে সাংবাদিক আসাদুজ্জামানের সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী শামীম হোসেন। তিনি দৈনিক নব চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি। ঘটনার সময় তাঁরা চান্দনা চৌরাস্তা এলাকায় একসঙ্গে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক দেশি ধারালো অস্ত্র নিয়ে একজনকে তাড়া করলে দৌড়ে পালানো চেষ্টা করেন ওই ব্যক্তি।

শামীম হোসেন বলেন, ‘তখন তুহিন মোবাইল ফোন বের করে তাঁদের পেছনে দৌড় দেন। পরে আমি তুহিনকে খুঁজতে এগিয়ে যাই। অস্ত্রধারী ব্যক্তিরা হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকায়। তুহিন তখন দৌড়ে একটা চায়ের দোকানে ঢুকে যায়। ঠিক ওই মুহূর্তে ওরাও চায়ের দোকানে ঢুকে ওকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমি চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি। কোনো গাড়ি দেখতে না পেয়ে বাসন থানার ওসিকে ফোন করি। কিছু সময় পর পুলিশ আসে।’

এদিকে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার আগমুহূর্তের কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে। চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের একটি দোকানে সন্ধ্যা ৭টার দিকে সিসি টিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছেন। তাঁকে পেছন দিক থেকে টেনে ধরেন নীল রঙের জামা পরা এক ব্যক্তি। তবে ওই নারী জোর করে চলে যেতে চাইলে তাঁর সামনে গিয়ে গতি রোধ করেন ওই ব্যক্তি। একপর্যায়ে ওই নারীকে চড়থাপ্পড় মারেন তিনি। এ সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন। এতে দৌড়ে পালিয়ে যান নীল শার্ট পরা ওই ব্যক্তি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে।

Ad 300x250

সম্পর্কিত