leadT1ad

জোটের প্রতীকে ভোটের সুযোগ ফিরিয়ে আনলে তা হবে ন্যাক্কারজনক: জামায়াত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইট থেকে নেওয়া ছবি।

সদ্য অনুমোদন পাওয়া নির্বাচন-সংক্রান্ত আইন আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া আবারও সংশোধন করে জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফিরিয়ে আনলে তা ন্যক্কারজনক হবে বলে মনে করে জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার (২ নভেম্বর) এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন— যদি এমন আদেশ জারির মাধ্যমে আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে একটি দলের সাথে সরকার গোপন সমঝোতা করে, তবে ন্যক্কারজনকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হতে পারে।’

আরপিওর সর্বশেষ সংশোধিত অধ্যাদেশের খসড়া আবারও সংশোধন করার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার, এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। খবরে প্রকাশ, নতুন সিদ্ধান্ত অনুযায়ী জোটগতভাবে নির্বাচন করলে নিজের দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকছে না। অর্থাৎ, কোনো প্রার্থী চাইলে নিজ দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন, অথবা জোটের কোনো দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির একজন নেতার সাথে জনৈক উপদেষ্টার তথাকথিত ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’-এর প্রেক্ষিতে নিজেদের অনুমোদিত সেই আদেশ বাতিল হতে যাচ্ছে।

এরই প্রেক্ষিতে আজ রোববার জামায়াত গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির একজন নেতার সাথে জনৈক উপদেষ্টার তথাকথিত ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’-এর প্রেক্ষিতে নিজেদের অনুমোদিত সেই আদেশ বাতিল হতে যাচ্ছে। দেশবাসী মনে করে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) যদি বাতিল করা হয়, তবে তা হবে অত্যন্ত ন্যক্কারজনক, অগণতান্ত্রিক ও স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অনুমোদিত সংশোধনীকে বিএনপির এক উপদেষ্টার কথিত ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’-এর নামে উপদেষ্টা পরিষদের সভায় যদি বাতিল করা হয়, তাহলে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা ও সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের ক্ষেত্রে জাতির সামনে একটি বড় প্রশ্নের জন্ম দেবে। জনগণ মনে করে, যদি তাই হয় তবে সরকারের কাছে এই প্রশ্নের কোনো নৈতিক ও যৌক্তিক জবাব থাকবে না। নির্বাচনের মাত্র চার মাস আগে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা এবং সরকারের মধ্যে অবস্থানকারী কোন উপদেষ্টার যোগসাজশে এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড যদি ভঙ্গ হয়, তবে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত