leadT1ad

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার: ভারতীয় দূতকে ঢাকার তলব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২২: ০৯
ভারতীয় হাইকমিশন। সংগৃহীত ছবি

দিল্লিতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয় বলে জানিয়েছে ঢাকা।

আজ বুধবার ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বার্তা দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এ সময় ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা নিয়ে আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতেও ভারতকে অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারিত হয়। এসব সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।

শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত